• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২, ২০২৪, ১০:৩৬ এএম
অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে ফেললেন জাবি অধ্যাপক

ঢাকা: ‘যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না’-মন্তব্য করে বিভাগের অফিস কক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গানের মিছিল’ কর্মসূচি শেষে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক শামীমা বলেন, ঢাকার রাজপথ মেধাবীদের রক্তে লাল হয়েছে। তার প্রতিবাদস্বরূপ আমি এটা করেছি। আমার মনে হয়েছে, তিনি এখন বাংলাদেশের মানুষের হৃদয়ে নেই। যেহেতু উনি মানুষের হৃদয়ে নেই, তাই দেয়ালে শোভা পাওয়ার মানে হয় না।

তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। সেই সঙ্গে উনি (প্রধানমন্ত্রী) যদি শিক্ষার্থীদের দাবি মেনে নেন, তাহলে তার ছবি আমি আবার সসম্মানে দেয়ালে টাঙিয়ে দেব।

এআর

Wordbridge School
Link copied!