• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১০, ২০২৪, ০৪:৫৯ পিএম
নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত: এনসিটিবি

ঢাকা: নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত বা বাতিল করা হয়নি। এ সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।শনিবার (১০ আগস্ট) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নতুন শিক্ষা কারিকুলাম স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)’ মর্মে একটি সংবাদ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, যা সত্য নয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে ১১ আগস্ট থেকে বগুড়ায় অনুষ্ঠিতব্য শিক্ষাক্রম সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়েছে।

আইএ

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!