• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৭, ২০২৪, ০৩:৩১ পিএম
প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা: বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে উত্তর বাড্ডায় শিক্ষার্থী‌রা সড়ক অবরোধ করেছেন। এ‌র ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে, বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ‌নিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজের নিচে নতুন বাজার-বসুন্ধরামুখী সড়কে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জড়ো হন।

এসময় শিক্ষার্থী‌রা প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুনের পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করেন। তাদের সঙ্গে বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের কিছু শিক্ষকও যোগ দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থী সুমাইয়া বিন‌তে জামান বলেন, দফা এক দা‌বি, এক প্রধান শিক্ষকের পদত্যাগ। তি‌নি দুর্নী‌তিবাজ, তাকে পদত্যাগ করতে হবে। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমা‌দের আন্দোলন চলবে।

সরেজ‌মিনে দেখা গেছে, বাড্ডা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বি‌ভিন্ন প্ল্যাকার্ড হা‌তে প্রধান শিক্ষ‌কের পদত্যাগের দাবিতে নানা ধর‌নের স্লোগান দি‌য়ে যাচ্ছেন।

এদিকে, শিক্ষার্থী‌দের সড়ক অব‌রো‌ধের কার‌ণে রামপুরা সড়কসহ আশপা‌শের কিছু সড়‌কে যানচলাচল বন্ধ হ‌য়ে গে‌ছে। এতে বিপা‌কে প‌ড়ে‌ছেন সাধারণ মানুষ।

উত্তর বাড্ডা সড়কে মোহাম্মদ ইম‌তিয়া‌জ ব‌লেন, সকা‌লে বার‌ডেম হাসপাতা‌লে মা‌কে চি‌কিৎসা করা‌তে নি‌য়ে গে‌ছি। বাসা উত্তরায়। এক ঘণ্টার বে‌শি সময় আটকে আছি। 

তু‌হিন না‌মের একজন ব‌লেন, কিছু হ‌লেই রাস্তা বন্ধ ক‌রে দি‌তে হ‌বে। কী একটা নিয়ম চালু হ‌য়ে গেল। দা‌বি পূ‌রণ কর‌তে গেলেও রাস্তা আটকা‌তে হ‌বে। আর এখন প্রশাসনও চুপ। ওরা স্কু‌লে গি‌য়ে আন্দোলন করুক, রাস্তায় কী?

আইএ

Wordbridge School
Link copied!