Menu
ঢাকা: নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে হাজারো পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা দুইটার দিকে তারা জিরো পয়েন্টের দিকের সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন।
তারা সচিবালয়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন।
এদিকে কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত এইচএসসির ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা আরও পেছাবে এবং এসব বিষয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এতে জানানো হয়, পরীক্ষা আগামী ১১ সেপ্টেম্বরের পর আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT