• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

এইচএসসির বাকি পরীক্ষা বাতিল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৪, ০৪:৫৭ পিএম
এইচএসসির বাকি পরীক্ষা বাতিল

ঢাকা: কোটা সংস্কার আন্দোলনের কারণে স্থগিত এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। 

একইসঙ্গে নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশ করা হতে পারে। তবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে। 

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে স্থগিত এইচএসসির ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা আরও পিছিয়ে অর্ধেক নম্বরে পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নেয় সরকার।তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন পরীক্ষার্থীরা। 

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষা মন্ত্রণালয়ের ভেতরে ঢুকে পড়েন এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

মঙ্গলবার বিকাল ৪টায় তারা পরীক্ষা বাতিলের দাবিতে মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করেন। এতে সচিব অবরুদ্ধ হয়ে পড়েন।

এসময় তারা ‘আমাদের দাবি একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘দাবি মোদের একটাই-পরীক্ষা বাতিল চাই’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম’, ‘পরীক্ষা না বিকল্প, বিকল্প-বিকল্প’, ‘যুক্তি দিয়ে আন্দোলন-বন্ধ করা যাবে না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।  

আইএ

Wordbridge School
Link copied!