• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নানা আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন


রাজশাহী ব্যুরো সেপ্টেম্বর ১, ২০২৪, ০৬:০৪ পিএম
নানা আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

রাজশাহী: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। ফেস্টুন ও পায়রা উড্ডয়ন শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ছাত্রদের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির পালন করা হয়।
বৃক্ষরোপণ শেষে ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় রুয়েটের সর্বস্তরের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। শোভাযাত্রা শেষে নিরাপদ রক্তদান কর্মসূচি ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

পরে সকাল ১১ টায় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডীন ও দৈনন্দিন কাজের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। এছাড়াও আরো বক্তব্য রাখেন, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশান ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, শিক্ষা শাখার উপ-রেজিস্ট্রার আবু তোলায়হা মো. ফয়সল খান, ইসিই বিভাগের ২০১৯ সিরিজের শিক্ষার্থী মো. মাঈন উদ্দীন, পুরকৌশল বিভাগের ২০১৯ সিরিজের শিক্ষার্থী আফরিন সুলতানা মীম প্রমুখ।

অনুষ্ঠানে রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. সিরাজুল করিম চৌধুরী ও  সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী মো. নূর ইসলাম তুষারকে গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়। বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে রুয়েটের অগ্রযাত্রা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এদিকে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রধান ফটক ও সুউচ্চ ভবনসমূহে সৌন্দর্যবর্ধন ও আলোকসজ্জা করা হয়েছে।

এসএস

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!