• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ছন্দে গানে প্রতিবাদ, অবিলম্বে ক্লাস শুরুর দাবি রাবি শিক্ষার্থীদের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৪, ০১:২৩ পিএম
ছন্দে গানে প্রতিবাদ, অবিলম্বে ক্লাস শুরুর দাবি রাবি শিক্ষার্থীদের

রাজশাহী: অচল ক্যাম্পাস সচল, অবিলম্বে ক্লাস শুরু ও উপাচার্য নিয়োগের দাবিতে সাংস্কৃতিক সমাবেশের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীরা।

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ সমাবেশের আয়োজন করেন তারা। এসময় গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহিম বলেন, আমাদের ক্লাস শুরু না হওয়ার পিছনে মূল কারণ শিক্ষকরা দায় নিতে চাচ্ছে না। এদিকে ঈদুল আজহার পর থেকে প্রায় তিন মাস আমাদের কোন ক্লাস হচ্ছে না। যার ফলে আমাদের সেশনজট তীব্র আকার ধারণ করছে। শিক্ষকদের কাছে আমরা বলবো আপনা নিজ জায়গা থেকে আমাদের পাশে দাঁড়ান এবং নিজ জায়গা থেকে ক্লাস শুরু করেন।

সঙ্গীত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন বিশ্বাস এষাদ বলেন, শিক্ষকরা আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা চালু করছেন না। আমরা তাদেরকে বলতে চাই শিক্ষার্থীদের কথা আপনাদের চিন্তা করতে হবে না। এই সপ্তাহের মধ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের পুরোদমে ক্লাস-পরীক্ষা চালু করেন। করোনা মহামারির কারণে আমরা এমনিতেই দেড় বছর পিছিয়ে আছি। আমরা আর সেশনজটে পড়ে থাকতে চাইনা। অতিদ্রুত উপাচার্য নিয়োগ দিয়ে ক্লাস-পরীক্ষা চালুর দাবি জানান এ শিক্ষার্থী।

বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমরা চাই যোগ্যতার ভিত্তিতে নতুন প্রশাসক নিয়োগ হক। আর কখনো যাতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা না হয়। পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে সব প্রশাসনের একসাথে পদত্যাগ এমন পরিস্থিতি যাতে আর না হয়। আমরা সব জায়গা থেকে স্বৈরাচার এবং লেজুড়বৃত্তিক আচরণের অবসান চাই। ডিপার্টমেন্টভিত্তিক অ্যাকাডেমিক কাউন্সিলদের কাছে অনুরোধ আপনারা দ্রুত বসে ক্লাস পরীক্ষা চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিন। আগামী এক সপ্তাহের মধ্যে ক্লাস চালু না হলে আমরা জোরালোভাবে আন্দোলন করব।

এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এসএস

Wordbridge School
Link copied!