• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে প্রফেসর রেজাউল করিম


খুলনা ব্যুরো  সেপ্টেম্বর ২, ২০২৪, ০৬:২৯ পিএম
খুবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্বে প্রফেসর রেজাউল করিম

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নিয়মিত ভাইস-চ্যান্সেলর নিয়োগ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক, নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। 

সোমবার (২ সেপ্টেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল স্কুলের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ২৯ আগস্ট ২০২৪ তারিখের স্মারক নম্বর- ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০০৭.১৭-২৫৫ এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকে জ্যেষ্ঠতার ভিত্তিতে ইউআরপি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিমকে এ দায়িত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শাখা প্রধান (প্রশাসন) উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২০ আগস্ট প্রথমে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্বেচ্ছায় রাষ্ট্রপতি ও মন্ত্রনালয় বরাবর পদত্যাগপত্র প্রেরণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এরপর পদত্যাগ করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর খান গোলাম কুদ্দুস। এছাড়া দায়িত্ব ছেড়ে দেন ৫টি হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ, সিন্ডিকেটের দুইজন সদস্য ও বিভিন্ন বিভাগের পরিচালসহ গুরুত্বপূর্ণ পদের মোট ৬৭ জন। এমন বাস্তবতায় অভিভাবক শুন্যতায় পড়ে বিশ্ববিদ্যালয়টি।

এসএস

Wordbridge School
Link copied!