• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঢাবির উপ-উপাচার্য হলেন ড. সাইমা হক


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২৪, ০৮:৫৭ পিএম
ঢাবির উপ-উপাচার্য হলেন ড. সাইমা হক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা।

সোমবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১৩ (১) অনুযায়ী অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশাকে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ দেওয়া হলো-

ক. উপ-উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে।

খ. উপর্যুক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।  

গ. তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

ঘ. তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।  

ঙ. রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে অধ্যাপক সাইমা হক বিদিশা ও উপ-উপাচার্য শিক্ষা হিসেবে অধ্যাপক মোহাম্মদ ইসমাইলকে অনুমোদন দেন রাষ্ট্রপতি। অনুমোদনের সপ্তাহ পরও নিয়োগের প্রজ্ঞাপন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আজ মানববন্ধন করেছেন। এর মধ্যেই সাইমা হক বিদিশার নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হলো। তবে এখনো অধ্যাপক মোহাম্মদ ইসমাইলের প্রজ্ঞাপন জারি হয়নি।  

এআর

Wordbridge School
Link copied!