ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর বাকৃবি জোনাল পরিষদের কার্যক্রম শুরুর ২৪ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ২৪ বছরের সুদীর্ঘ এই পথচলায় ময়মনসিংহ অঞ্চলে সর্বমোট ৩৫ হাজার ৪২৫ ব্যাগ বিশুদ্ধ রক্ত সরবরাহ করা হয়েছে। এছাড়া বাকৃবি জোনের মাধ্যমে ৫৬ হাজার ৮৮১ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ে বাঁধনের বাকৃবি জোনাল পরিষদের কার্যালয়ে কেক কাটাসহ নানান আয়োজনে সংগঠনটির কার্যক্রম শুরুর ২৪ বর্ষপূর্তি পালন করে। এসময় দিবসটি উপলক্ষে বাকৃবির বাঁধনকর্মীদের জন্য বিভিন্ন খেলাধুলা ও অনলাইন কুইজের আয়োজন করা হয়।
এসময় বাঁধন বাকৃবি জোনাল পরিষদের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার ফেরদাউস রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল্লাহ, বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজীসহ বাকৃবি জোনাল পরিষদের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতৃবৃন্দরা।
বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায় কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করবো সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেকদূর এগিয়ে যাবে।
এছাড়াও বাঁধনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. শামীম গাজী বলেন, বাঁধনের বাকৃবি জোনের অন্তর্গত সকল হল ইউনিটের সদস্য এবং শুভাকাঙ্খীদের বাঁধন কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
এসএস