Menu
ঢাকা: রাজধানীর সাইন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরুর পর মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সংঘর্ষের একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে নিয়ে যায়।
দুপুরে ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ সামী বলেন, দুপুর ১২টা থেকে দুই কলেজের ছাত্রদের মধ্যে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT