• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ


কুমিল্লা প্রতিনিধি সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৭:১৪ পিএম
প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা: কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোরশেদ আলমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে একই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা কোটবাড়ি ১০ বিজিবির ক্যাম্পের সামনের  সড়কে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা।

পরে ১০ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি শুনে ১২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সেই সাথে সাথে শিক্ষার্থীদের ক্লাস রুমে ফিরে যেতে বলেন তিনি।

এদিকে ১২ ঘন্টার মধ্যে কোন ধরনের ব্যবস্থা না নেওয়া হলে আবারও আন্দোলনে নামবে বলে জানিয়ে স্কুলে ফিরে যান শিক্ষার্থীরা। তাদের এ আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, ক্লাস না করায় কোচিং বাণিজ্য করেন প্রধান শিক্ষক মোরশেদ আলম। স্যার আমাদের কাছে সাজেশন কথা বলে জোড় করে টাকা আদায় করে। কোচিং না করলে ফেল করায় দিবে এসব কথা বলেন তিনি। এবং আমরা স্কুলে না আসলে আমাদের থেকে জোড় করে জরিমানা নেয়। আমরা এমন স্যার চাই না। আমাদের এখন একটাই দাবি মোরশেদ আলম স্যারের পদত্যাগ।

এসময় প্রধান শিক্ষক মোরশেদ আলমের বিরুদ্ধে বিগত দিনে নানা কৌশলে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এসএস

Wordbridge School
Link copied!