• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভারতে ইসলাম ধর্ম ও রাসুলকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে কুবিতে মানববন্ধন ও বিক্ষোভ


কুমিল্লা প্রতিনিধি সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৪:৪২ পিএম
ভারতে ইসলাম ধর্ম ও রাসুলকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে কুবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কুমিল্লা: ভারতে ইসলাম ধর্ম ও রাসুলকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 
মানবন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার জেলা সমন্বয়ক আবু রায়হানসহ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মোদী হিন্দুদের ট্রাম কার্ড হিসেবে ব্যবহার করে মুলমানদের বিভিন্নভাবে নির্যাতন করে আসছে।  কাস্মীরের মুসলমানদের রক্ত ঝরেছে।  মোদী, বিজিপি ও তার অনুসারীরা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এবং ইসলাম ধর্মের অবমাননা করছে।  এধরনের অপকর্ম ও দৃষ্টতা বার বার দেখাতে থাকলে ভারতের অভিমুখে লং মার্চ দিতে বাধ্য হবে বলে জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।

এসএস

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!