• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

৪৩তম বিসিএস থেকে সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৮:০৮ পিএম
৪৩তম বিসিএস থেকে সহকারী শিক্ষক হলেন ১৩৮ জন

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ৪৩তম বিসিএস থেকে ১৩৮ জন নন-ক্যাডার (দ্বিতীয় শ্রেণি) শিক্ষক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।

আগামী ৭ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) তাদের যোগ দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী- সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়াদের মধ্যে ভূগোল বিষয়ে ৪০ জন, জীববিজ্ঞান বিষয়ে ৪৯ জন, বাংলা বিষয়ে ৩৪ জন এবং ধর্ম বিষয়ে ১৫ জনকে পদায়ন করা হয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!