• ঢাকা
  • বুধবার, ০২ অক্টোবর, ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

একাদশে নিবন্ধনের সময় বাড়ল ৩ দিন


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৪:১৪ পিএম
একাদশে নিবন্ধনের সময় বাড়ল ৩ দিন

ঢাকা : একাদশ শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা বোর্ডগুলোর অধীন দেশের সব উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তির ওয়েবসাইটে প্রবেশ করে আগামী ৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের তথ্য অনলাইনে জমা দেওয়ার কাজ শেষ করতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত জটিলতার জন্য বোর্ড দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। সোমবার এ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল।

এমটিআই

Wordbridge School
Link copied!