• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩১ আশ্বিন ১৪৩১

মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৪, ১২:৪৯ পিএম
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন

ঢাকা : সারাদেশে আজ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। আর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় সব বোর্ডের পরীক্ষার ফলাফল এক যোগে প্রকাশ করা হয়।

সেখানে দেখা যায় চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থী ছিল ৮৮ হাজার ৬১৪ জন। এদের মধ্যে থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৮৫ হাজার ৫৭৮ জন। এছাড়া এই বোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ।

চলতি বছর মাদ্রাসা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৯৬১৩ জন। এদের মধ্যে জিপিএ ৫ পাওয়া ছাত্রীর সংখ্যা ৪ হাজার ৭৫৩ জন এবং ছাত্রের সংখ্যা ৪ হাজার ৭০৮ জন।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন ও ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৭৭.৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮.৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হারও কিছুটা কমেছে।

এমটিআই

Wordbridge School
Link copied!