• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ


কুমিল্লা প্রতিনিধি অক্টোবর ২০, ২০২৪, ০৫:০২ পিএম
কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লা: সদ্য প্রকাশিত হওয়া এইচএসসি পরীক্ষায় ফেল করা পরীক্ষার্থীরা কুমিল্লা শিক্ষাবোর্ড ঘেরাও করে আন্দোলন করেছেন।

রোববার (২০ অক্টোবর) এমন ঘটনা ঘটে। এ সময় বিভিন্ন কলেজের প্রায় শতাধিক পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীরা বলছেন, তাদের ইচ্ছাকৃত ফেল করানো হয়েছে। তারা এ ফল মানেন না।

তারা বলেন, বোর্ড কর্তৃপক্ষ মনগড়া ফল দিয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের ইংরেজি প্রশ্ন সহজ আসার পরও গণহারে ইংরেজিতে ফেল করানো হয়েছে। সিলেট বোর্ডে মাত্র দুই বিষয়ে পরীক্ষায় সবাইকে পাস করানো হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডে সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি। সাবজেক্ট ম্যাপিংও সঠিকভাবে করা হয়নি।

এ বিষয়ে কুমিল্লা  শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজামুল করিম বলেন, ফেল করলে বোর্ড কর্তৃপক্ষের তো কিছু করার নেই। কোনো শিক্ষার্থী একটা বিষয়ে খারাপ করলে সম্পূর্ণ ফল ফেল আসবে- এটাই স্বাভাবিক।

তিনি আরও বলেন, এখানে কারও কোনো হাত নেই। তারপরও ৩ দিনের মধ্যে সকল বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানানো হবে।

এসএস

Wordbridge School
Link copied!