• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১

নবীনদের পদচারণায় মুখরিত তিতুমীর কলেজ


তিতুমীর কলেজ প্রতিনিধি অক্টোবর ২০, ২০২৪, ০৮:২৫ পিএম
নবীনদের পদচারণায় মুখরিত তিতুমীর কলেজ

ঢাকা: এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লসিত নবীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ। রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে অনার্স ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনবরণের আয়োজন করা হয়েছে। রোববার (২০ অক্টোবর) সকালে তিতুমীর কলেজের ১২টি ডিপার্টমেন্টের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় বিভিন্ন বিভাগে নবীনবরণ শুরু হওয়ার কথা থাকলেও ভোরের আলো ফুটতে না ফুটতেই ক্যাম্পাসে আসতে থাকেন নবীন শিক্ষার্থীরা। নবীন-প্রবীণদের পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করে ক্যাম্পাসের শাকিল চত্বর, বেলায়েত চত্বর, মুক্তমঞ্চ ও শহীদ মিনার এলাকাগুলো। বিভিন্ন বিভাগ ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে বরণ করেছে নবীন শিক্ষার্থীদের। আয়োজনের অংশ হিসেবে পরিচয় পর্ব, শিক্ষার্থীদের অনুভূতি, শিক্ষকদের দিক নির্দেশনামূলক বক্তব্য, নবীনদের ফুল, ডায়েরি, বইসহ অন্যান্য উপহার সামগ্রী দিয়ে বরণ ইত্যাদি ছিলো উল্লেখযোগ্য।

সরকারি তিতুমীর কলেজের ১৮ এর অধিক সহশিক্ষা মূলক সংগঠন নবীনদেরকে স্বাগত জানায় এবং সংগঠনকে নবীনদের কাছে পরিচয় করিয়ে দেয়। দেখা যায়, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, বিএনসিসি, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, তিতুমীর কলেজ আইটি সোসাইটি, বাঁধন, বিতর্ক ক্লাব, রোভার স্কাউট, ফটোগ্রাফি ক্লাব, নাট্যদল, ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস, রিসার্চ ক্লাবসহ বিভিন্ন ক্লাব প্রচারণা চালিয়েছে।

নবীন শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজ আমাদের কাছে অনেক পছন্দের এজন্য তিতুমীর কলেজে ভর্তি হয়েছি। তবে সকালে কলেজে এসেই অনেক অবাক হয়েছি কলেজের বিভিন্ন সংগঠনগুলো আমাদের জন্য ফুলে সাজিয়েছে পুরো ক্যাম্পাস। এছাড়াও কলেজের শিক্ষকরা আমাদেরকে বরণ করে নিয়েছে। এজন্য আজকের দিন আমাদের জন্য অনেক আনন্দের।

এসএস

Wordbridge School
Link copied!