• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ ৪ জানুয়ারি 


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২১, ২০২৪, ০৬:৫৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ ৪ জানুয়ারি 

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ জানুয়ারি চারুকলা অনুষদ দিয়ে এই পরীক্ষা শুরু হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে ২৫ জানুয়ারি। বিজ্ঞান অনুষদেন পরীক্ষা হবে ১ ফেব্রুয়ারি।

ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তার এক সপ্তাহ পর ৮ ফেব্রুয়ারি। প্রতিটি পরীক্ষা চলবে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে।

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ৪ নভেম্বর দুপুর ১২টা থেকে। চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যায়ে থাকা ইনস্টিটিউট অব বিজনেস ইনস্টিটিউশন বা আইবিএর ভর্তি পরীক্ষা অবশ্য হবে তার আগের তিন ৩ জানুয়ারি।

এআর

Wordbridge School
Link copied!