• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ইবির ২ বিভাগে নতুন সভাপতি নিয়োগ


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অক্টোবর ২১, ২০২৪, ১০:০৩ পিএম
ইবির ২ বিভাগে নতুন সভাপতি নিয়োগ

কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এতে ফার্মেসি বিভাগে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত দুই সভাপতি পুনরাদেশ না দেয়া পর্যন্ত এ পদে দায়িত্বপালন করবেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। এর আগে ফার্মেসি বিভাগে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক ও কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এ পদে দায়িত্বপালন করেন। 

এসএস

Wordbridge School
Link copied!