• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

ইবিতে র‍্যাগিং নিষিদ্ধ, মাইকে ঘোষণা


ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি অক্টোবর ৩০, ২০২৪, ০৭:০৯ পিএম
ইবিতে র‍্যাগিং নিষিদ্ধ, মাইকে ঘোষণা

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নবীন শিক্ষার্থীদের আগমন উপলক্ষে এমন ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ সময় মাইকিংয়ে অদূর ভবিষ্যতে র‍্যাগিংয়ের সঙ্গে কেউ যদি জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি জানানো হয়। মাইকিংয়ে আরও ঘোষণা করা হয়, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সবধরনের র‍্যাগিং নিষিদ্ধ করা হলো। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাইকিংয়ে ঘোষণাটি মূলত আমাদের ভাষ্য। আমরা মাইকিংয়ের মাধ্যমে র‍্যাগিংয়ের বিষয়ে সতর্ক করেছি। এরপরও যদি কেউ র‍্যাগিংয়ের সঙ্গে জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

এসএস

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!