• ঢাকা
  • শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

ক্যান্টিনে ঝুলছে তালা, শিক্ষার্থীদের খাবারের ভোগান্তি


আল আমিন মৃধা, তিতুমীর কলেজ অক্টোবর ৩১, ২০২৪, ১১:২৪ এএম
ক্যান্টিনে ঝুলছে তালা, শিক্ষার্থীদের খাবারের ভোগান্তি

ছবি : প্রতিনিধি

ঢাকা: সরকারি তিতুমীর কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর একমাত্র ক্যান্টিন ছিল ‘তোলপাড়’। দীর্ঘ ১৯ বছর বন্ধ থাকার পর ‘সবারে করি আহ্বান’ শ্লোগানে ২০২ সালের ২৬ জুলাই শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত এই ক্যান্টিনটি উদ্বোধন করা হয়। তবে দু’বছর না পেরোতেই আবারও এটি বন্ধ হয়ে যায়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীরা তোলপাড় ক্যান্টিনের নাম পরিবর্তন করে শহীদ তিতুমীরের ঐতিহাসিক ‘বাঁশের কেল্লা’ নামকরণ করেন।

সরেজমিনে কলেজে গিয়ে দেখা যায়, ক্যান্টিনটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে। ভেতরে ময়লার স্তুপ জমে গেছে, আর মাকড়সা জাল বুনেছে। ক্যান্টিনের সামনের সিঁড়িতে শিক্ষার্থীরা বসে আড্ডা দিচ্ছেন। ক্যান্টিন বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন দূর থেকে আসা শিক্ষার্থীরা।

বর্তমানে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে শাকিল চত্বর ও হল গেটের ঝুপড়ি দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেতে বাধ্য হচ্ছেন, যার ফলে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।

হৃদিতা রায় নামের কলেজের এক শিক্ষার্থী বলেন, হলে থাকা শিক্ষার্থীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা থাকলেও, আমরা যারা দূর থেকে আসি তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা নেই। বাধ্য হয়ে বাইরের খাবার খেতে হচ্ছে। আমি অনেক খুশি হয়েছিলাম যখন ক্যান্টিন চালু করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক আগ্রাসনের কারণে ক্যান্টিনটি আর চালু থাকলো না। এটি একটি রাজনৈতিক দলের অংশ হয়ে গেল। ক্যান্টিন পুনরায় চালুর জন্য কলেজ প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

জাহিদ হাসান মুসা নামের অপর এক শিক্ষার্থী বলেন, ক্যান্টিন বন্ধ থাকার কারণে দূর থেকে আসা শিক্ষার্থীরা বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খেতে বাধ্য হচ্ছেন। ক্যান্টিন চালু থাকলে শিক্ষার্থীরা স্বাস্থ্যকর পরিবেশে স্বল্প দামে মানসম্মত খাবার খেতে পারতেন।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মন্ডল বলেন, কলেজে একটি ক্যান্টিন কমিটি আছে। আমি আসার পর তাদের বলেছি ক্যান্টিন চালুর ব্যাপারে উদ্যোগ নিতে। তারা ক্যান্টিন চালুর বিষয়ে কাজ করছেন, তবে পুরোপুরিভাবে কাজ শেষ হয়নি।

এসআই

Wordbridge School
Link copied!