• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণের সমর্থন


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৪, ০৬:০৭ পিএম
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণের সমর্থন

ঢাকা: বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদ একাত্মতা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন সুলতানা সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী সংখ্যার বিবেচনায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ। প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার মান ধরে রাখার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিতুমীর কলেজের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির বেড়াজালে আটকে দীর্ঘদিন যাবত অন্যায়ের শিকার এই শিক্ষা প্রতিষ্ঠান। অধিভুক্তির বেড়াজাল থেকে বেরিয়ে তিতুমীর কলেজের একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার যৌক্তিক দাবি প্রায় তিন দশকের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা মনে করি, দক্ষিণ এশিয়ার বৃহৎ এই শিক্ষাপ্রতিষ্ঠানকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলে তা দেশের শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। এমতাবস্থায়, সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি দিয়ে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়ে’ রূপান্তরিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা যে দাবি জানিয়ে যাচ্ছে, আন্দোলন করে যাচ্ছে ‘তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ তাতে পরিপূর্ন সমর্থন দেওয়ার ঘোষণা দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির সঙ্গে আছি আমরাও।

এছাড়াও বিভিন্ন জেলা কল্যাণের পাশাপাশি সমর্থন জানিয়ে বিবৃতি প্রদানকারী ক্লাবগুলোর মধ্যে রয়েছে তিতুমীর কলেজ আইটি সোসাইটি, তিতুমীর কলেজ আর্ট ক্লাব, শুদ্ধস্বর কবিতা মঞ্চ, সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব, তিতুমীর নাট্যদল, সরকারি তিতুমীর কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তিতুমীর কলেজ রিসার্চ ক্লাব, আদিবাসী ছাত্র সংগঠন ইত্যাদি।

এসএস

Wordbridge School
Link copied!