• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

বেরোবিতে ফের ছয় যুগল আটক


বেরোবি প্রতিনিধি নভেম্বর ৫, ২০২৪, ১২:৩০ পিএম
বেরোবিতে ফের ছয় যুগল আটক

ফাইল ছবি

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফের ছয় যুগলকে আটক করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে এ অভিযান চালায়।

এতে ক্যাম্পাসের পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, প্রথমবারের মতো তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তারা যদি এভাবে আইন ভঙ্গ করে অনৈতিক কর্মকান্ড করতে থাকে তাহলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা নেওয়া হবে। 

এসএস

Wordbridge School
Link copied!