• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

দেয়ালজুড়ে শহীদ জিয়ার ছবি, আলোচনা-সমালোচনার ঝড়


তিতুমীর কলেজ প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ০৯:০৭ পিএম
দেয়ালজুড়ে শহীদ জিয়ার ছবি, আলোচনা-সমালোচনার ঝড়

ঢাকা: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে পোস্টার সাঁটিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল। যা ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে বলে দাবি করেছেন শিক্ষার্থীরা।

জানা যায় গত বুধবার (৬ নভেম্বর) সকালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসের প্রধান ফটক, ছাত্র সংসদ ও প্রশাসনিক ভবনের দেয়ালজুড়ে এসব পোস্টার সাঁটানো হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্যাম্পাসের শিক্ষার্থীরা।

এই বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গোলাম কিবরিয়া মুয়াজ নামের এক শিক্ষার্থী লিখেন, ছাত্র রাজনীতি করা সকলের অধিকার রয়েছে কিন্তু তাই বলে রাজনৈতিক অবচেতন হলে আমাদের চলবে না। আপনি আপনার রাজনৈতিক চর্চা করুন মতবিনিময় সভা, সেমিনার, ক্যাম্পেইন করে কিন্তু পোস্টার লাগিয়ে ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করে নয়। জুলাই বিপ্লবের প্রধান লক্ষ্য ছিল জনসাধারণের মতামতের ভিত্তিতে নেতৃত্ব চর্চা করা। কিন্তু জনসাধারণের উপেক্ষা করে নিজের মতামতকে প্রাধান্য দেয়া জুলাই বিপ্লবের সাথে সাংঘর্ষিক।

শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ লিখেন, পোস্টার লাগিয়েছেন মেনে নিলাম কিন্তু সর্বত্রই বিপ্লবের গ্রাফিতিগুলোর উপর পোস্টার লাগানো হলো কেনো? বিষয়টা কাকতালীয় নাকি প্রতিহিংসামূলক? নাকি ২৪ কে মুছে ফেলার চেষ্টা? আর শহীদ কোনো দলের হয় না, শহীদেরা হয় বাংলাদেশের। কোনো নেতার ডাকে বা দলের প্রয়োজনে কেউ জীবন দেয় নাই, দেশের জন্য দিয়েছে। তাই শহীদদের নিয়ে নোংরা রাজনীতি করবেন না।

এই বিষয়ে জানতে চাইলে তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ বলেন, ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এটা বাংলাদেশের ইতিহাস। এটাকে পোস্টার হিসেবে না দেখে বাংলাদেশের ইতিহাস হিসেবে দেখা উচিৎ। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারিং নিয়ে লেখালেখি করেছে তারা সবাই ছাত্রলীগ। তারা শিক্ষার্থী সেজে ছাত্রদলের সাথে সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করাতে চাচ্ছে। এটা পরাজিত ফ্যাসিবাদের আরেকটি ষড়যন্ত্র।

 

ক্যাম্পাসের পরিবেশ ও সৌন্দর্য নষ্টের ব্যাপারে তিনি বলেন, ছাত্রদল কোথায় পরিবেশ নোংরা করেনি। যে জায়গাগুলোতে আর্ট করা আছে তার কোথাও ছাত্রদল পোস্টার লাগায়নি। 

এসএস

Wordbridge School
Link copied!