• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন


রংপুর প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ০৩:০৬ পিএম
লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন

রংপুর: উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করা ও লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম বন্ধ করার দাবিতে রংপুরে মানববন্ধন, স্মারকলিপি প্রদান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে রংপুর জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা ১১ টায় জিলা স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসক কার্যালয়ে যায় শিক্ষার্থীরা।

ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, ‘লটারির মাধ্যমে ভর্তি হওয়ার কারণে অনেক মেধাবীরা এই স্কুলগুলোতে পড়ার সুযোগ পাচ্ছে না। এদিকে অপেক্ষাকৃত কম মেধাবী ও অপ্রাপ্তবয়স্ক বা বয়সে বেশি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে। এতে করে এই প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং ফলাফলের দিক দিয়েও পিছিয়ে যাচ্ছে। এতে করে প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের সুনাম নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের একমাত্র এবং প্রধান দাবি দ্রুত পূর্বের ন্যায় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করতে হবে। এই দাবি দ্রুত মেনে নেয়া না হলে ভবিষ্যতে আমরা আরও বৃহৎ কর্মসূচি পালন করব।’

মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল শেষ করে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এসএস

Wordbridge School
Link copied!