Menu
ঢাকা : শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।
বুধবার (২০ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায়, সেজন্য একটি কমিটি করা হয়েছে। কমিটির মাধ্যমে আলোচনা করা হবে।
তিনি বলেন, সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের কী নাম হবে, সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এ বিষয়েও কমিটি কাজ করছে।
শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল। শিক্ষার্থীরা নানান ভোগান্তিতে পড়েছে। এ সময় সেসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি।
সাত কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কি না, সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে আজ ঢাকা কলেজে যাবেন বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT