• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ঢাকা কলেজস্থ নরসিংদীর ছাত্র কল্যাণের নতুন সভাপতি ইমন, সা. সম্পাদক সাদ্দাম


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৪, ২০২৪, ০৬:৪০ পিএম
ঢাকা কলেজস্থ নরসিংদীর ছাত্র কল্যাণের নতুন সভাপতি ইমন, সা. সম্পাদক সাদ্দাম

ঢাকা: ঢাকা কলেজস্থ নরসিংদী জেলা ছাত্র কল্যাণ পরিষদ( উয়ারী বটেশ্বর) এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

ইমন আহমেদকে সভাপতি ও সাদ্দামকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৮২ সদস্যের এই কমিটির ঘোষণা করা হয়। 

রোববার (২৪ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা কলেজের বিজয় চত্বরে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি সভাপতি ইমন আহমেদ বলেন, ছাত্রদের কল্যাণে কাজ করা একটি সৌভাগ্যের বিষয় আমি নরসিংদী ছাত্রকল্যাণ এর সভাপতি হতে পেরে মহান আল্লাহ প্রতি শুকরিয়া ছাত্রদের পাশে থাকতে চাই। 

সকলের আমরা সকলের তরে এই স্লোগানকে বিশ্বাস করে কাজ করে যেতে হবে সকলে সকলকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা একটি শক্তিশালী ইউনিটে পরিণত হতে চাই। শুধু নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামগ্রিক ভালো কাজে অংশগ্রহণ হলো মূল লক্ষ।

সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রকল্যাণের দায়িত্ব পাওয়া মানে কঠিন একটি চ্যালেঞ্জ গ্রহণ করা।আগামী একবছরের জন্য আমাদের জেলার শিক্ষার্থীদের দায়িত্ব আমাদের কাঁধে। 

শিক্ষার্থীদের সুসংগঠিত রেখে পড়াশোন,সংস্কৃতিক বা যেকোন বিপদ-আপদে যাতে আমরা একে অপরের পাশে থাকতে পারি এটাই হবে আমাদের মূল লক্ষ্য।

নবগঠিত কমিটিতে অন্যান্যরা হলো সিনিয়র সহ-সভাপতি: বায়েজিদ মিয়া, যুগ্ম সাধারণত সম্পাদক: মাহফুজ আলম রাকিব, সাংগঠনিক সম্পাদক: শাহরিয়ার আহমেদ শাওন, প্রচার সম্পাদক: এফ. এস ফারহান ও দপ্তর সম্পাদক: মো. রুহুল আমিনসহ মোট ৮২ জন সদস্য রয়েছে।

এআর

Wordbridge School
Link copied!