ঢাকা: চট্টগ্রামে নিহত এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে কলেজ চত্বরে জানাজা শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে চারদিক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনের এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানান, সাইফুল ইসলাম আলিফ ছিলেন একজন সচেতনশীল আইনজীবী। তার নির্মম হত্যাকাণ্ডে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা শোকাহত। তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, এটি আমাদের সকলের প্রতি আঘাত।
উল্লেখ্য, গত মঙ্গলবার চট্টগ্রামে ইসকন সমর্থকের হামলায় নিহত হন এডভোকেট সাইফুল ইসলাম আলিফ। হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন ও কর্মসূচি পালিত হচ্ছে।
এসএস