Menu
ঢাকা: ‘আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
মন্ত্রণালয় ও মাউশি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি তাদেরও দৃষ্টিগোচর হয়েছে। তবে কারা এমন তথ্য ছড়িয়েছে, সেটা তারা জানেন না।
মাউশির মাধ্যমিক বিভাগের সহকারী পরিচালক দুর্গা রানী সিকদার গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সেটি এখনও বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্তের কথা তার জানা নেই। বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান জানান, ২০২৫ সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কোনো গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান এ কর্মকর্তা।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT