ঢাকা: সরকারি তিতুমীর কলেজে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে নারী শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টায় কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে নারী শিক্ষার্থীদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
লাল দল এবং সবুজ দলের মধ্যকার প্রীতি ফুটবল খেলায় লাল দল জয়লাভ করে। খেলায় ট্রাইবেকারে লাল দল ৩-২ গোলে সবুজ দলকে পরাজিত করে।
নারীদের এই প্রীতি ফুটবল ম্যাচ দেখতে খেলা শুরু হওয়ার আগেই মাঠের চারপাশে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি দেখা যায়।
নারীদের ফুটবল প্রীতি ম্যাচ নিয়ে সাব্বির আহমেদ নামে গনিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, আজকের এই নারী শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ নারীদের খেলাধুলায় প্রতি আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানোর একটি বড় উদাহরণ। এই ম্যাচটি নারী-পুরুষের সমান সুযোগ তৈরির দিকে একটি ইতিবাচক পদক্ষেপ।
তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রানী মন্ডল বলেন, কলেজে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। আজকের নারী শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ তারই একটি অনন্য উদাহরণ। এই ম্যাচ নারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, লিঙ্গসমতার প্রচার এবং ক্রীড়াক্ষেত্রে তাদের অবদানকে আরও দৃশ্যমান করার একটি অসাধারণ উদ্যোগ। এটি শুধু একটি খেলা নয়, বরং নারী শিক্ষার্থীদের প্রতিভা ও সক্ষমতা প্রদর্শনের মঞ্চ। এমন আয়োজন তাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে এবং সমাজে নারীর অবস্থান আরও সুসংহত করবে।
এসএস