কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে এবং এমআরডিআই-এর সহযোগিতায় ডিজিটাল হাইজিন ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে সকাল সাড়ে ৯টায় কর্মশালাটি শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়।
কর্মশালায় ডিজিটাল হাইজিন বিষয়ক প্রশিক্ষক হিসেবে ছিলেন এমআরডিআইয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর হাসিবুর রহমান মুকুর এবং ফ্যাক্ট-চেকিং বিষয়ক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ডিজিটাল হাইজিন, সাইবার অপরাধ, ডিজিটাল নিরাপত্তা, ফ্যাক্ট-চেকিং, তথ্য বিশৃঙ্খলা এবং তথ্য বিভ্রাট সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মাহমুদুল হাসান রাহাত বলেন, ‘আমরা সবাই সেমিনারটির মাধ্যমে নতুন কিছু জানতে পেরেছি। প্রশিক্ষণ গ্রহণের আগে আমাদের চিন্তা-ভাবনা একরকম ছিল, আর প্রশিক্ষণ শেষে এখন তা আরও পরিবর্তিত হয়েছে। এখন আমরা আবেগের তাড়নায় অনলাইনে কোনো তথ্য বা ছবি শেয়ার করব না, যা আমাদের ভবিষ্যতে ক্ষতির মুখে ফেলতে পারে।’
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম এবং প্রভাষক জাকিয়া জাহান মুক্তা।
এসএস