• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সিরাজগঞ্জে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৩, ২০২৪, ০৬:১৯ পিএম
সিরাজগঞ্জে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির শীতবস্ত্র বিতরণ

ঢাকা: সিরাজগঞ্জের কাজিপুরে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় কাজিপুর আল-জামিয়াতুল মাদানিয়া (মাদ্রাসা) প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির অ্যাডমিশন ডিরেক্টর মো: গিয়াস উদ্দিন, জনসংযোগ বিভাগের প্রধান রাইসুল হক চৌধুরী, অ্যাডমিশন অফিসার মো: আরাফাত হোসাইন, স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপক মো: রুহুল আমিন এবং স্থানীয় বিভিন্ন কলেজের অধ্যক্ষরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি মানবিক কাজগুলোর সাথে সবসময় নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করছে। প্রতিবছরের মতো এবারও সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এ বিশ্ববিদ্যালয় ।

দিনব্যাপী এই অনুষ্ঠানে সিরাজগঞ্জের কাজিপুর, সোনামুখী, যমুনার চরাঞ্চলসহ এর আশেপাশের এলাকায় পাঁচ হাজার কম্বল ও কয়েক হাজার শীতবস্ত্র বিতরন করা হয়।

এসএস

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!