ঢাকা: সাভার আশুলিয়ার প্রাণকেন্দ্র বাতানটেক, বাডস স্কুল এন্ড কলেজের বার্ষিক পরীক্ষার-২৪ ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
বাডস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মাসুদুর রহমান সুজনের সভাপতিত্বে এবং ভাইস-প্রিন্সিপাল মাওলানা জহির আলমের পরিচালনায়- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সহ-সভাপতি গোলাম আজম আরেফিন, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মাহমুদুল হাসান খান ও মাহবুব রহমান শান্ত।
উক্ত অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রাইমারী শাখার প্রধান শফিকুল ইসলাম লিটন। এছাড়া আরো বক্তব্য রাখেন, ধর্মীয় শিক্ষক লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা আব্দুল কাদের রুহানী।
পরীক্ষার ফলাফল ঘোষণা করেন, বাডস স্কুল এন্ড কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মরিয়ম খাতুন অনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ইউসুফ আলী, ইমরান মোল্লা, জহুরুল ইসলাম, ইফাত জাহান ঈশিতা, মানিক মিয়া, ওবাইদুল হক সাদ্দাম, রেখা খাতুন, মাসুদ রানা, ইসফাত জাহান, কানিস মেহেরুন্নেছা, আমির হামজা, সানজিদা আক্তার রিয়া, ফারজানা আক্তার, সানজিদা জেবিন রিমি সাব্বির হোসাইন ও তানজিলা আক্তার। সহ-প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থী কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
এআর