• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

থার্টি ফার্স্ট নাইটে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা


বেরোবি প্রতিনিধি ডিসেম্বর ৩০, ২০২৪, ০৯:৪৫ পিএম
থার্টি ফার্স্ট নাইটে বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে থার্টি ফার্স্টে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আগামী ৩১/১২/২০২৪ খ্রি. থেকে ০১/০১/২০২৫ খ্রি. পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময় ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান করা হলো। সুশৃঙ্খল ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

এআর

Wordbridge School
Link copied!