• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

তিতুমীরের কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার


তিতুমীর কলেজ প্রতিনিধি জানুয়ারি ৭, ২০২৫, ০১:২৩ পিএম
তিতুমীরের কলেজের ফটকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার

ঢাকা : সরকারি তিতুমীর কলেজের প্রধান ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' নামক একটি ব্যানার টাঙ্গিয়েছে শিক্ষার্থীরা। ব্যানারে বিশ্ববিদ্যালয় শব্দ ব্যবহার করে দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর এ ব্যানার টাঙ্গান শিক্ষার্থীরা।

জানা যায়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এ অবস্থায় পুনরায় বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের একাংশ জানান, দীর্ঘদিন ধরে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হলে শিক্ষার মান আরও উন্নত হবে এবং উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি পাবে।

ব্যানার টানানোর পর শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজের বিশাল অবকাঠামো, ব্যবস্থাপনা এবং বিপুল শিক্ষার্থীর সংখ্যা এই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য যথেষ্ট যোগ্য করে তোলে।

উল্লেখ্য, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যৌক্তিকতা ও সম্ভাব্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয় পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্য। সদস্য হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন), জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের মনোনীত একজন প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়-২ অধিশাখার যুগ্মসচিব। এছাড়া, সদস্যসচিব হিসেবে দায়িত্বে রয়েছেন সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব।

এমটিআই

Wordbridge School
Link copied!