• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সতিকসাসের সদস্য তামিমের মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৯, ২০২৫, ০৯:৩০ পিএম
সতিকসাসের সদস্য তামিমের মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন

ঢাকা: সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী এবং সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) সদস্য তামিম হোসেনের মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটায় সাংবাদিক সমিতির কার্যালয়ে উক্ত দোয়ার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক, সতিকসাসের সাবেক সভাপতি শামিম হোসেন শিশির এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদ।

সহকারী অধ্যাপক রুহুল কুদ্দুস মল্লিক বলেন, তামিমের মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা সবসময় তার জন্য দোয়া করব। যেন সবাই অন্তর থেকে দোয়া করে। কারণ আমরা সকলেই একদিন এই পৃথিবী থেকে বিদায় নেব। আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন। বর্তমানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ডেঙ্গুর চেয়েও বেশি। তাই তোমাদের সর্বদা সতর্ক থাকতে হবে।

অধ্যাপক এস. এম. কামাল হায়দার বলেন, যখন কেউ মারা যায়, তখন সে আল্লাহর মেহমান হয়ে যায়। তামিমের মতো ছেলে আমি খুব কম দেখেছি। সে ছিল ধার্মিক, সত্যবাদী এবং তার চেহারায় ছিল শান্ত ভাব। তার পরিবার এখন কিছুটা শোক কাটিয়ে উঠলেও, সন্তান হারানোর ব্যথা পিতা-মাতা কখনোই ভুলতে পারেন না। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি।

সতিকসাসের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ বলেন, তামিম আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। সে আমার রুমমেটও ছিল। তামিম ছিল সহজসরল এবং খুব মিশুক। খুব সহজেই যে কাউকে আপন করে নেয়ার অন্যান্য গুন ছিল তার মধ্যে। আমরা সবাই তার জন্য দোয়া করবো, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ জানুয়ারি মঙ্গলবার খিলক্ষেতে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের সামনে মোটরসাইকেলে চড়ে যাওয়ার পথে ট্রাক চাপায় মারা যান।

এআর

Wordbridge School
Link copied!