• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৪ মাঘ ১৪৩০

তিনদিনব্যাপী তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৫, ০৭:১৮ পিএম
তিনদিনব্যাপী তারুণ্যের উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা

ঢাকা: সরকারি তিতুমীর কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক পরিবেশনা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কলেজের শহীদ বরকত মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক কামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল বলেন, “আমরা তারুণ্যের জয়গান গাইতেই আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছি। তারুণ্য মানে কখনো দমে যাওয়া নয়, তারুণ্য এক শক্তির নাম। তাই তারুণ্যের শক্তি ও সৃজনশীলতাকে উদযাপন করতেই এই আয়োজন।”

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন সাংস্কৃতিক পরিবেশনায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন। 

এর আগে, গত ১৩ জানুয়ারি কলেজে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামীকাল, ১৫ জানুয়ারি, অনুষ্ঠানের সমাপনী দিন আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!