• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সংঘর্ষে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৫৫ পিএম
সংঘর্ষে সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীরা

ঢাকা : ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছেন সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে ‘কথা কাটাকাটির’ জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায় বলে ভাষ্য পুলিশের।

বিকাল সোয়া ৫টার দিকে ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ বলেন, এখনও থেমে থেমে দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা চলছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, আগে থেকেই এই কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছে। কয়েক দিন পর পর ‘সামান্য বিষয়’ নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

আজও কথা কাটাকাটির জেরে নিজেদের ‘ইগো’ থেকে সংঘর্ষে জড়িয়েছে তারা। আমরা পরিস্থিতি স্বাভাবিক করতে দুই পক্ষকে নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি।

জিসানুল হক মনে করেন, অভিভাবকরা সচেতন না হলে এটার স্থায়ী সমাধান সম্ভব নয়। শিক্ষক ও অভিভাবকদের বড় ভূমিকা পালন করতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং সিটি কলেজের নামফলক খুলে ফেলে।

এরপর সিটি কলেজের শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। এর আগে গত ১০ সেপ্টেম্বর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে সেদিন ১৮ জন আহত হন। ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ওই দিন আইডিয়াল কলেজের নামফলকও খুলে নিয়ে যেতে দেখা যায়।

এর পাঁচদিন পর ঢাকা সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেন আইডিয়ালের শিক্ষার্থীরা। ঢাকার সায়েন্স ল্যাব মোড়ের কাছে এক কিলোমিটারেরও কম দূরত্বে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের ক্যাম্পাস। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছরই কয়েকবার করে সংঘর্ষে জড়ায় নানা কারণে।

গত ২০ নভেম্বর ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দুপুরে কলেজের দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করেন। এ ঘটনার জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত সেই মারামারি চলে, যাতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার তথ্য দেয় ঢাকা কলেজ।

এরপর ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের প্রতিনিধিসহ পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

ধানমন্ডি এলাকার এসব কলেজগুলোর ছোট ছোট সমস্যা যেন বড় রূপ না নেয়, তা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে বলে জানানো হয়। কিন্তু এর মধ্যে আবারও ‘সামান্য বিষয়’ নিয়ে সংঘর্ষে জড়াল শিক্ষার্থীরা।

এমটিআই

Wordbridge School
Link copied!