• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

বিয়ে করলেন সমন্বয়ক রাফি


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৭, ২০২৫, ০৮:১৪ পিএম
বিয়ে করলেন সমন্বয়ক রাফি

ঢাকা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বিয়ের পিঁড়িতে বসেছেন।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দো'আ একান্ত কাম্য। তবে তার নববধূর পরিচয় এখনো প্রকাশ করেননি।

এদিকে তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!