• ঢাকা
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১২ চৈত্র ১৪৩০

আইএসইউ অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৩, ২০২৫, ০৪:২৫ পিএম
আইএসইউ অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আইএসইউ'র মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সাবেক শিক্ষার্থী মুহাম্মদ আবু নাজিমের সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএসইউ ট্রেজারার এইচ. টি. এম. কাদের নেওয়াজ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল কাশেম, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান, নাসের ইকবালসহ আরো অনেকে।

বক্তারা বলেন, আপনারাই (অ্যালামনাই) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী সদস্য। আপনাদের মাধ্যমে রচিত হবে আইএসইউ'র গৌরবোজ্জ্বল অধ্যায়। মানসম্পন্ন শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, সবসময় শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করছে।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এআর

Wordbridge School
Link copied!