Menu
ঢাকা: গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস হামলার প্রতিবাদে 'Titumir's Voice For Palestine' শীর্ষক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৬ এপ্রিল) কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কাজ করা প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’র পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ এপ্রিল কর্মসূচির অংশ হিসেবে কলেজের সব ধরনের শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং কলেজের মূল ফটকে উত্তোলন করা হবে কালো পতাকা। গাজাবাসীর উপর চালানো নির্মম গণহত্যার বিরুদ্ধে তারা গভীর ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এই হামলা গোটা মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
তিতুমীর ঐক্যের দায়িত্বশীলরা বলেন, আজ ফিলিস্তিন রক্তে রঞ্জিত। আগ্রাসনে শিশুদের আর্তনাদ, মায়েদের কান্না আর ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্নগুলো আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।
তারা আরও বলেন, প্রতিবাদ শুধু একটি রাজনৈতিক হাতিয়ার নয়, এটি বিবেকের জাগরণ। নিরব থাকা এখন আর বিকল্প নয়, এটি নৈতিক বাধ্যবাধকতা। শিক্ষার্থীদের এই মানবিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT