Menu
ঢাকা : আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী।
সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বেশ কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ১৪টি নির্দেশনা প্রকাশ করা হয়।
পরীক্ষার সময়সূচি ও পরিবর্তন : ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী, ১০ এপ্রিল শুরু হয়ে পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি:
# ১০ এপ্রিল: বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র
# ১৫ এপ্রিল: ইংরেজি ১ম পত্র
# ১৭ এপ্রিল: ইংরেজি ২য় পত্র
# ২১ এপ্রিল: গণিত
# ২২ এপ্রিল: ধর্ম ও নৈতিক শিক্ষা
# ২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
# ২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত/আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা
# ২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং
# ২৯ এপ্রিল: রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ
# ৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ
# ৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত
# ৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি
# ৭ মে: হিসাববিজ্ঞান
# ৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়
# ১৩ মে: বাংলা ২য় পত্র/সহজ বাংলা ২য় পত্র
পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:
# পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে
# প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ
# প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না
# প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে
# ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে
# OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে
# সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে
# শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে
# নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে
# সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে
# কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না
# একই উপস্থিতি পত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে
# ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে
# ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে
পরীক্ষার্থীদের উদ্দেশে বোর্ড কর্তৃপক্ষ সততা, নিয়মমাফিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT