• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

শুভ জন্মদিন বিপাশা হায়াত


বিনোদন প্রতিবেদক মার্চ ২৩, ২০২০, ০৪:৩৬ পিএম
শুভ জন্মদিন বিপাশা হায়াত

ঢাকা : বিপাশা হায়াত। নাম বললেই চলে। নামের আগে ও পরে আলাদা কোনো বিশেষণের প্রয়োজন পড়ে না। দেশীয় শোবিজে খুব বেশি পরিচিত একটি নাম। অনেক গুণের অধিকারী বিপাশা হায়াতকে সর্বস্তরের দর্শক চেনে অভিনেত্রী হিসেবেই। যদিও বহুদিন ধরে অভিনয় করছেন না, তবুও তার জনপ্রিয়তার কমতি নেই। এমনকি বিপাশা যদি আর অভিনয় নাও করেন তারপরও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়বে না। সত্যিকারের তারকারা তো এমনই হয়।

দেখতে দেখতে জীবনের ৪৯টি বসন্ত পার করে দিয়ে আজ ৫০-এর ঘরে পা দিলেন তিনি। পঞ্চাশের ঘরে নিজের বয়স পৌঁছে যাওয়ায় নিজেও খানিকটা অভিভূত বিপাশা।

বিপাশা বলেন, ‘সত্যিই তো। কীভাবে যে এতগুলো বছর পার করলাম বুঝতেই পারছি না। না, এবার কোনো পরিকল্পনা নেই। বরাবরের মতো এবারো আমার দুই সন্তান ও পরিবারের সঙ্গে কাটাব। বড় আয়োজনে নয়, স্বামী-সন্তানদের নিয়ে পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনেই সারা দিন কেটে যাবে। অনেকেই ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান। ভক্তরা আমাকে মনে রেখেছেন। এটা সত্যিই ভালো লাগার। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। চারদিকে যে অবস্থা সবাই সাবধানে থাকবেন। নিরাপদে থাকবেন। ’

বিপাশা হায়াত ১৯৭১ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। জন্মের পর থেকেই পেয়েছেন সাংস্কৃতিক পরিবার ও পরিবেশ। বাবা আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তাই অভিনয়ের সাথে বিপাশার পরিচয় সেই ছোটবেলা থেকেই। ১৯৯০ সাল হতেই শিল্পকলার জগতে তার বিচরণ। ১৯৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট হতে মাস্টার্স করেছেন এ গ্ল্যামারাস অভিনেত্রী। পড়াশোনার পাশাপাশি অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন। একসময় টিভি নাটকে তৌকীর-বিপাশা জুটি খুব জনপ্রিয় ছিল। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।

হুমায়ূন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’তে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বিপাশা। মুক্তিযুদ্ধ সংক্রান্ত আরেক ছবি ‘জয়যাত্রা’তেও অভিনয় করেন তিনি। ‘আগুনের পরশমণি’তে যুবতী মেয়ের চরিত্রে অভিনয় করলেও ‘জয়যাত্রা’তে তার অভিনয় ছিল মধ্যবয়স্ক এক নারীর চরিত্রে। বিপাশা বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। নাটক-চলচ্চিত্র, বিজ্ঞাপন ও উপস্থাপনা সব জায়গাতেই সফল বিপাশা।

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের সঙ্গে বিয়ের পর অভিনয় ছেড়ে সংসারে মনোযোগী হয়ে পড়েন বিপাশা। এই দম্পতির দুই সন্তান রয়েছে। বড়টি মেয়ে আরিশা আহমেদ, ছোট ছেলে আরিব। সংসার সামলানোর পাশাপাশি বর্তমানে ছবি আঁকা ও চিত্রনাট্য লেখা নিয়ে ব্যস্ত থাকেন। জয়নুল গ্যালারি, প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ডিভাইন আর্ট গ্যালারিসহ দেশে-বিদেশে বহু স্থানে বিপাশার আঁকা ছবির প্রদর্শনী হয়েছে। পেয়েছেন সুনাম। কালেভদ্রে নাটকে অভিনয় করেন বিপাশা। তবে মাঝেমধ্যে অনুষ্ঠান উপস্থাপনাও করেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!