• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

অসহায়দের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল


বিনোদন ডেস্ক এপ্রিল ২৭, ২০২০, ০৩:১৪ পিএম
অসহায়দের পাশে দাঁড়ালেন রানু মণ্ডল

ঢাকা: রানু মণ্ডল। নাম শুনেই সবাই চিনবেন। কলকাতার রানাঘাটের স্টেশন থেকে তারকা বনে গেছেন তিনি। তবে তারকা হলেও অতীত যে ভুলে যাননি সেটা বোঝা গেলো এই করোনাকালেও। 

এখন  ভারত জুড়ে চলছে লক ডাউন। মানুষ ঘর থেকে বের হতে পারছেন না । ঠিক এই দুর্যোগে রানু মণ্ডলও দাঁড়িয়েছেন অসহায় মানুষদের পাশে। নিজের এলাকার গরিবদের মাঝে চাল, ডাল বিতরণ করেছেন তিনি।

এ প্রসঙ্গে রানু মণ্ডল বলেন, সৃষ্টিকর্তা আমাকে অনেক সাহায্য করেছেন। যেখানে ভালোবাসা, সেখানেই সৃষ্টিকর্তা। মানুষের সততার ফল কখনো বৃথা যায় না। ভালো কাজ করলে তার সুফল একদিন পাবেই।

গত বছর ২০ জুলাই সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকর গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান রানু। একমাসে গানটির ভিউয়ারের সংখ্যা প্রায় কোটি ছুঁয়ে দেয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ তো বটেই বিভিন্ন গুণি শিল্পীরা গায়িকার প্রশংসায় পঞ্চমুখ হয়। 

এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রানুকে। পেয়েছেন বলিউডের সিনেমায় গান গাওয়ার সুযোগ।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!