• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ময়ূরের পালকে ঢাকা পরী (ভিডিও)


বিনোদন ডেস্ক অক্টোবর ২৫, ২০২০, ১১:৪৬ এএম
ময়ূরের পালকে ঢাকা পরী (ভিডিও)

ঢাকা : ঢাকাই সিনেমার ‘স্বপ্নজাল’খ্যাত অভিনেত্রী পরীমনির জন্মদিন ছিল শনিবার। প্রতিবারের মতো এবারো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেন পরী।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান মিডিয়ার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীদের।

এদিকে, জন্মদিন অনুষ্ঠানে পরীর গায়ে ঝুলছিল ময়ূরীর পালক। সবুজ গাউনে নিজেকে ময়ূরী সাজিয়ে উপস্থিত সবাইকে চমকে দিয়েছেন লাস্যময়ী এই চিত্রনায়িকা। শুধু নিজেই ময়ূরী সাজেনি পরী। অনুষ্ঠানস্থলের চারদিকও ছিল ময়ূরের পালকে ঢাকা।

এ প্রসঙ্গে পরীমনি বলেন,  ময়ূরী কত সুন্দর! আমার অসম্ভব পছন্দের। মাঝেমধ্যে মনে হয় যদি ময়ূরী হয়ে যেতে পারতাম! তাই আজ নিজেকেই সাজালাম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!