• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কেলেঙ্কারিতে সোহম ও শ্রাবন্তী!


বিনোদন ডেস্ক নভেম্বর ৯, ২০২০, ০২:১১ পিএম
কেলেঙ্কারিতে সোহম ও শ্রাবন্তী!

ঢাকা : একসঙ্গে জুটি বেঁধে অনেক সিনেমায় কাজ করেছেন ওপার বাংলার দুই জনপ্রিয় তারকা সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে  এবার মিতালি ভট্টাচার্যের লেখা ‘দুজনে’ ওয়েব সিরিজটিতে দেখা যাবে তাদের। হইচই অ্যাপে দেখা যাবে এই ওয়েব সিরিজ। শুটিং শেষ হলেই সিরিজ মুক্তির দিনক্ষণ ঘোষিত হবে।

এদিকে, রোববার থেকেই শুরু হয়েছে ওয়েব সিরিজটির শুটিং।এটির গল্প থ্রিলার ঘরানার। এখানে স্বামী-স্ত্রী অহনা ও অমরকে একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যাবে। এই দুই চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী ও সোহম। ইতোমধ্যেই প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে অহনা ও অমরের ফার্স্ট লুক।

এ প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, আমার প্রথম ওয়েব সিরিজের শুটিং শুরু করতে পেরে দারুণ লাগছে। তাও আবার সোহমের সঙ্গে। ওর সঙ্গে সিনেমার শুটিংও করছি। ‘দুজনে’র গল্পটা আমার খুব পছন্দ হয়েছিল। সেই কারণেই রাজি হয়ে গিয়েছিলাম।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!