• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

বিশ্বসুন্দরী’র অপেক্ষার পালা শেষ হচ্ছে!


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১, ২০২০, ০২:২২ পিএম
বিশ্বসুন্দরী’র অপেক্ষার পালা শেষ হচ্ছে!

ঢাকা: ঢাকাই নায়িকা পরীমনি ও চিত্রনায়ক সিয়াম জুটির প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’র মুক্তি নিয়ে এর আগে দফায় দফায় তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত মুক্ত দেয়া হচ্ছিল না। গেল বছর মুক্তির কথা থাকলেও করোনা ভাইরাসের এই সংক্রমণকালে নির্মাতা সংশ্লিষ্টরা ছবিটি মুক্তির ব্যাপারে সতর্কতা অবলম্বন করেন। 

তবে ভক্তদের জন্য সুখবর হচ্ছে, আসছে ১১ ডিসেম্বর সারা দেশে একযোগে মুক্তি পাচ্ছে সিয়াম-পরী অভিনীত ‘বিশ্বসুন্দরী’।

সোমবার (৩০ নভেম্বর) রাতে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।

সোমবার তিনি বলেন, ‘আজ আমি ভীষণ খুশি। কারণ আজ আমার বাবার জন্মদিন। আগামীকাল (মঙ্গলবার) আমার জন্মদিন। আর এরইমধ্যে আমার সন্তান ভূমিষ্ট হওয়ার তারিখ চূড়ান্ত হলো। আগামী ১১ ডিসেম্বর আমার সন্তানসম প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে।’

ছবিটি মুক্তির বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের নির্বাহী প্রযোজক অজয় কুমার কুণ্ডু বলেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনার প্রকোপ এখনও বিদ্যমান। তবে আমরা মনে করি, প্রেক্ষাগৃহ বাঁচিয়ে রাখার স্বার্থে এ মুহূর্তে সবাইকে নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসতে হভে। আমরা এ সময়ের একটি বড় বাজেটের ছবি মুক্তি দেয়ার সাহস করেছি। আশা করি, অন্য প্রযোজকরা এগিয়ে আসবেন।’

রুম্মান রশীদ খানের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে ‘বিশ্বসুন্দরী’তে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন ও সীমান্তসহ অনেকেই।

সোনালীনউজ/এমএইচ

Wordbridge School
Link copied!