• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ভাইরাল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৩, ২০২০, ০৯:০২ পিএম
ভাইরাল অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া

ঢাকা: মা হতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী ও উপস্থাপক জান্নাতুল ফেরদৌস পিয়া। আগামী ফেব্রুয়ারিতে ঘর আলো করে আসবে নতুন অতিথি। এর আগে পিয়া তার বেবি বাম্পের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেছেন। শরীর ফিট রাখতে শুরু থেকেই জিমও করছেন পিয়া। এবার বেবি বাম্প নিয়ে ফটোশুটে অংশ নিলেন এই অভিনেত্রী।

গর্ভকালের ৩০ সপ্তাহ পার করছেন পিয়া। এ অবস্থায় সম্প্রতি নগরীর হোটেল কন্টিনেন্টালে ফটোশুটে অংশ নেন তিনি। তারই একটি ভিডিও পিয়া তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। যা অন্তর্জালে দারুণ সাড়া ফেলেছে।

প্রথমবার মা হতে যাচ্ছেন পিয়া। এই সময়ের অভিজ্ঞতা জানিয়ে পিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন—মা হওয়ার এই যাত্রা সাহসী একটি পদক্ষেপ। এ সময় নারীর শরীরে পরিবর্তন ফুটে ওঠে, তার অদম্য সত্তা পৃথিবীতে প্রাণ জন্ম দেওয়ার মতো এক আশ্চর্য ঘটনার জন্য প্রস্তুতি নিতে থাকে। যা অবশ্যই তার উদযাপন করা উচিত। এ সময় তাকে মাথা উঁচু করে চলতে হবে এবং শরীরের পরিবর্তনকে গর্বের সঙ্গে প্রকাশ করতে হবে।

ক্যারিয়ারের শুরুর দিকে ফারুক হাসান সামীরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান পিয়া। ৬ বছর প্রেম করে ২০১৪ সালের ১৫ জুন সমীরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির এটি প্রথম সন্তান।

পিয়া ছোটবেলায় স্বপ্ন দেখতেন ব্যারিস্টার হওয়ার। তাই পড়াশোনা করছেন লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজে। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর কর্মজীবন শুরু করেন র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে। তিনি ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন।

২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পিয়ার আবির্ভাব ঘটে। এরপর ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘স্টোরি অব সামারা’, ‘প্রবাসী প্রেম’, ‘রোমান্স ইন আমেরিকা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

চলচ্চিত্রে অভিনয় এবং বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় তার তারকাখ্যাতি আরো বাড়িয়ে দেয়। ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি’ শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড টপ মডেল’ প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া।

সোনালীনিউজ/এইচএন

Wordbridge School
Link copied!