• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খোলা পিঠের ছবিতে আলোচনায় নুসরাত


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১৪, ২০২০, ১১:২১ এএম
খোলা পিঠের ছবিতে আলোচনায় নুসরাত

ফাইল ফটো

ঢাকা: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। তিনি আবার তৃণমূল কংগ্রেসের ব্যানারে সংসদ সদস্যও হয়েছেন। দেশের প্রতি দায়িত্বও বেড়েছে। তবুও যেন বিতর্কে থাকতেই ভালোবাসেন নুসরাত জাহান। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের খোলা পিঠের একটি ছবি পোস্ট করে নয়া বিতর্কের জন্ম দিলেন এই তারকা সাংসদ।

ওই ছবিতে লাল শাড়ি, লাল ব্যাকলেস চোলি, লাল অন্তর্বাসে ধরা দিয়েছেন নুসরাত জাহান। চুল মাথার উপর তুলে ক্যাচারে আটকানো। চোখে রোদচশমা। সূর্যের দিকে মুখ করে দাঁড়ানো অভিনেত্রী যেন সূর্যমুখী! তবে সব ছাপিয়ে নজর কেড়েছে তার মাখন গলা পিঠ এবং মুঠো মাপের কোমর। উষ্ণতা ছড়ানোর জন্য এটুকুই যথেষ্ট।

এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই নুসরাত জাহানকে লক্ষ্য করে ধেয়ে আসে নানা নেতিবাচক মন্তব্য। এক নেটিজেনের আফসোস, ‘ধন্য কলকাতাবাসী। এ রকম ট্যালেন্টেড সংসদ সদস্য পেয়েছে!’

আরেকজন লিখেছেন, ‘কাজও একটু করুন। সংসদ সদস্য হয়ে কী করলেন? বেতন নিচ্ছেন মাসে আড়াই লাখ। জনগণের টাকা সব তো মডেলিং করেই উড়িয়ে দিচ্ছেন। পাঁচ বছর কি এভাবেই মানুষের সর্বনাশ করবেন!’

এছাড়া চোখে বেঁধার মতো আপত্তিকর মন্তব্যও আছে অনেক। যদিও যার ছবি দেখে নেটপাড়ার পড়শিদের ঘুম উড়েছে, সেই নুসরাতের কিন্তু এসব মন্তব্য নিয়ে একটুও মাথাব্যথা নেই। উল্টো তিনি ছবিতে ফলাও করে ক্যাপশন দিয়েছেন, ‘আমাকে পড়ার চেষ্টা করে লাভ নেই। স্নাতক পাস করতে পারবে না।’

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!